মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতি সংস্থার দ্বি-বার্ষিক নির্বাচনে আবু-হাবুল পরিষদ থেকে ১৩ জন এবং সোনা বেলাল পরিষদ থেকে ৯ জন প্রার্থী বিভিন্ন পদে জয় লাভ করেন । গত ১৬ নভেম্বর দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গানাসাস মিলনায়নে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আবু-হাবুল পরিষদ থেকে কার্যকারী সভাপতি পদে শাহজাহান খান আবু, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে গৌতমাশিষ গুহ সরকার, কোষাধ্যক্ষ পদে অসীম কর্মকার টিটু, সহ-নাট্য সম্পাদক পদে গনেশ প্রসাদ সাধন, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে উত্তম সরকার, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে রোজিনা নাহিদ শিমুল ও কার্যকরী সদস্য পদে আমিনুল ইসলাম খোকন, নজরুল ইসলাম রাঙ্গা, তরিকুল ইসলাম, হিল্লোল সরকার, বিপুল কুমার দাস, মেজবাউল হক মিঠু, এ,এস,এম নাহিদ হাসান চৌধুরী রিয়াদ নির্বাচিত হয়।
সোনা-বেলাল পরিষদ থেকে সাধারন সম্পাদক পদে এ্যাডঃ এ,কে,এম হানিফ বেলাল, সহ-সাধারন সম্পাদক পদে রেজাউর রহমান, নাট্য সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস জাহিদ, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বপন কুমার সাহা, কার্যকরী সদস্য পদে আফরোজা বেগম লুপু, খন্দকার শামীম আহম্মেদ, পিন্টু কুমার ভট্টাচার্য, সাজু সরকার এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে মাধবী সরকার নির্বাচিত হন।