মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপের্টারঃ গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি বাস চুরির অভিযোগ উঠছে। গাড়িটির নম্বর ব ১৪৬৪৩০। গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে চুরির ঘটনা ঘটে। গাইবান্ধা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাইবান্ধা-ঢাকা রোডের চেয়ার কোচ হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রতিদিনের মতো গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা হয়। বাসটি আজ সকাল ৭টার দিকে ঢাকায় যাওয়ার কথা ছিল। এর আগে ভোরে কে বা কারা বাসটি চুরি করে নিয়ে যায়।’
বাসটি চুরির ঘটনায় হানিফ পরিবহনের গাইবান্ধার ম্যানেজার রাশেদ মিয়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। চুরি হওয়া বাসটি উদ্ধারে পুলিশ মাঠে কাজ করছে।