সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাবলী অবহিতকরণ বিষয়ক জেলা বিএনপি‘র নির্বাহী কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, আব্দুল মোন্নাফ আলমগীর, মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, ডাঃ আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাডঃ সেকেন্দার আজম আনাম, কাজী আমিরুল ইসলাম ফকু, রাগিব হাসান চৌধুরী, শামীম আহমেদ পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি‘র নেতাকর্মীরা যেকোনো মূল্যে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। তিনি কোনো মানুষের প্রতি কোনো ধরণের অন্যায় হলে তা প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহবান জানিয়েছেন।