রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন

গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৫ উদ্বোধন

গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট ২০২৫ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট-২০২৫ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ জুন বিকাল ৪ টায় জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এই গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন করা হয়। গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হেদায়েতুল ইসলাম, ক্রাইম এন্ড অপস বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার জগতবন্ধু মন্ডল, জেলা ক্রিড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শহিদুজ্জামান শহিদ, সদর বিএনপির সদস্য সচিব মোঃ ইলিয়াস হোসেন সহ অনেকে। জেলার ৭ উপজেলার মধ্যে গাইবান্ধা সদর উপজেলা দল ও ফুলছড়ি উপজেলা দল অংশগ্রহণ করে। খেলা শুরুর আগে ক্রীড়া সংগঠক লামেন খান রিন্টু ও জুলাই বিপ্লবের আহতদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। খেলায় সদর উপজেলা দল ১-০ গোলে ফুলছড়ি উপজেলা দলকে হারিয়ে জয় লাভ করে। এ টুর্নামেন্টে গাইবান্ধা জেলার ৭ উপজেলার ৮টি দল অংশ গ্রহণ করছেন। আজ পলাশবাড়ী উপজেলা দল-গোবিন্দগঞ্জ উপজেলা দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com