মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার নবাগত জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেনের সাথে গত মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মওদুদ আহমেদ।
জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন বলেন, গাইবান্ধার উন্নয়নে ও সমস্যা নিরসনের প্রশাসন ও সাংবাদিকরা মিলে একসাথে কাজ করতে হবে। তাহলে গাইবান্ধা জেলার উন্নয়ন ঘটবে। জেলা প্রশাসক আরো বলেন, আমার দরজা সব সময় খোলা যেকোনো সমস্যায় নিয়ে আসতে পারেন। সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।