রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগা মাঠে গতকাল দু’শ সুপারির গাছের রোপনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক এবং ঈদগাহ ট্রাস্টবোর্ডের কেন্দ্রীয় মাঠ গাইবান্ধার সভাপতি চৌধুরী মোয়াজ্জম আহমদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাকিবুর রহমান, গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান, গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী মোঃ বাবলু মিয়া, কেন্দ্রীয় ঈদগা মাঠের সম্পাদক এস এম রাশেদ জুয়েল, কৃষি অফিসার মোঃ শাহাদৎ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী ইঞ্জিনিয়ার মোঃ জুবায়ের হোসেন, ঈদগা মাঠের মুখপাত্র এ্যাড. এ এস এম হুমায়ুন ইকবাল। পরে ঈদগা মাঠে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া করেন গাইবান্ধা বড় মসজিদের পেশ ইমাম ও গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগা মাঠের খতিব মুফতি মাহমুদুল হাসান।