শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
গোবিন্দগঞ্জে নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি রাস্তার গাছ কর্তন সাঘাটায় ক্যামেরার জন্য বন্ধুকে হত্যা সেফটি ট্যংক থেকে লাশ উদ্ধার বন্ধু গ্রেফতার গোবিন্দগঞ্জে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগ পলাশবাড়ীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত ব্রীজ রোড থেকে রেলের চোরাই লোহা বিক্রির সময় আটক ৩ কারাগারে নারী হাজতিকে নির্যাতন প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি গোবিন্দগঞ্জে ইজিবাইক চালক দুলা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ২০ লাখ টাকার সম্পদ হলফনামায় তথ্য গোপন করায় ৪ জনের মনোনয়ন বাতিল কারাগারে অনৈতিক কর্মকান্ড দেখে ফেলায় নির্যাতন

গাইবান্ধায় ৯০এর স্বৈরাচার পতন দিবস পালিত

গাইবান্ধায় ৯০এর স্বৈরাচার পতন দিবস পালিত

স্টাফ রিপোর্টারঃ ১৯৯০এর স্বৈরাচার এরশাদ সরকারের পতন দিবস উপলক্ষে আমরা ৯০ এর যোদ্ধা’ গাইবান্ধা আয়োজনে আনন্দ শোভাযাত্রা,স্মৃতিচারণ, ১৯৮২-থেকে ৯০ পর্যন্ত বিভিন্ন সময়ে কারানির্যাতিতদের সম্মাননা জানানোর মধ্যদিয়ে পালন করা হয়। আমরা ৯০ এর যোদ্ধা’ আহ্বায়ক মাহমুদুল গনি রিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সাজা, আব্দুর রাজ্জাক সোনা, মাহামুদুন নবী টিটুল, পিয়ারুল ইসলাম, মৃদুল মুস্তাফিজ ঝন্টু, আবু আব্দুল্লাহ হেল কনক, শেখ সামাদ আজাদ, মিহির ঘোষ, লুৎফর রহমান রঞ্জু, ময়নুল ইসলাম রাজা, জহুরুল কাইয়ুম, অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, মেহদেী হাসান, মির্জা হাসান, সমীরণ সরকার, ওমর হাবীব রুবেল, বাপী দাস, জয়া প্রসাদ, জিএম পারভেজ সেলিম, আমিনুর জামান রিংকু, প্রবীর চক্রবর্তী, মোহাম্মদ আমিন প্রমুখ।
অনুষ্টানে বিভিন্ন রাজনৈতিক দলের ৫৫জনকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিতরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দ শামস-উল আলম হীরু, ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, আবু বক্কর সিদ্দিক, পিয়ারুল ইসলাম, মোজাম্মেল হক মন্ডল, রণজিৎ বক্সি সূর্য্য, সমর চাকী, মৃদুল মুস্তাফিজ ঝন্টু, আবু আব্দুল্লাহ হেল কনক, আনিসুর রহমান মিলু, সুজিৎ বক্সি দোলন. সুনীল চাকী, প্রদীপ কুমার দাস, মরণোত্তর ঃ আবু তালেব মিয়া এমপি, খালেক খান, সদরুল কবির আঙ্গুর, আশরাফুল আলম পিপুল, রুহুল আমিন সোহাগ, শাহাদত হোসেন রিঞ্জু মরণোত্তর ঃ নির্বানেন্দু বর্মন ভাইয়া, বিএনপির আব্দুর রাজ্জাক সোনা, সাইফুল ইসলাম সাজা, বীর মুক্তিযোদ্ধা কাজিউল ইসলাম, শাহ বদরুল ইসলাম সাজু, বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ মরণোত্তরঃ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। সিপিবি এ্যাডঃ শাহাদত হোসেন লাকু, ফরহাদউদ্দিন আহমেদ, মরণোত্তর ঃ শাক্য সিংহ গোস্বামী, আলী আজম মধু, ছাত্র ইউনিয়নের-মিহির ঘোষ, মির্জা হাসান, আতাউর রহমান শাহানুর, শফিউল আজম মরণোত্তর ঃ পলক কুমার সরকার, বাসদের জয়নুল আবেদীন রাজু, সহিদুল ইসলাম, মঞ্জুরুল আলম মিঠু, গণতন্ত্রী পার্টি নেতা-গনেশ প্রসাদ, কমিউনিস্ট লীগ, মমতাজুর রহমান বাবু,আব্দুর রহমান, মরণোত্তর ঃ শাহিনুর রহমান কমল।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com