শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় ১ টাকার বাজারের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

গাইবান্ধায় ১ টাকার বাজারের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ঃ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধায় সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতীকী এক টাকায় বাজার আয়োজন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন আমাদের গাইবান্ধা।
ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে পরিবার প্রতি এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সেমাই, দুধ, আলু, পটল মুরগিসহ ১৮ পদের ঈদ ও রন্ধন সামগ্রী দেয়া হয়।
গতকাল শনিবার জেলা শহরের স্বাধীনতা রজত জয়ন্তী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ অস্থায়ী বাজারে এসব সামগ্রী এক টাকা মূল্য বিক্রি করা হয়। বাজারে বিক্রির উদ্ধোধন করেন, জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গেল কয়েক বছর ধরে আমাদের গাইবান্ধার সদস্যরা তাদের নিজস্ব আর্থায়নে এমন আয়োজন করে আসছে।
আমাদের গাইবান্ধার সভাপতি সায়হাম রহমান জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাভোগী এসব মানুষ রিলিফ বা সাহায্য হিসাবে যাতে না মনে করে ক্রেতা হিসাবে স্বাচ্ছন্দ্য এসে পণ্য ক্রয় করতে পারে এজন্য এক টাকা মূল্যর মাধ্যমে এ আয়োজন করা হয়েছে। বর্তমান বাজারে এক টাকায় যখন কোনো কিছুই পাওয়া যায় না, তখন এক টাকায় পরিবারের সব বাজার ও ঈদ সামগ্রী একসাথে পেয়ে খুশি বাজারে আসা নিম্ন আয়ের এসব মানুষ।
বাজারে আসা থানাপাড়া এলাকার বাসিন্দা নুরনবি মিয়া জানান, ১ টাকায় বাজারে কোনো কিছুই পাওয়া যায় না। এখানে এক টাকায় ঈদের দিনের যা লাগবে সব কিনলাম। এখন পরিবার নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তরুণ সমাজের এমন আয়োজন সবার জন্য অনুকরণীয় জানিয়ে বিত্তবানদের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
১ টাকার বাজারে ২৫০ জন নিম্ন আয়ের মানুষকে ঈদ বাজার হিসেবে ১৮ পদের ঈদ ও রন্ধন সামগ্রী দেয়া হয়। গেল ৫ বছর থেকে এ আয়োজন করে আসছে আমাদের গাইবান্ধা নামের সংগঠনটি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com