শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধায় হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গতকাল শনিবার সকালে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই কর্মসূচি গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাওলানা খায়রুল ইসলাম, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করেন ডাক্তার কাজী আহসানুল হাবিব , হাবের প্রতিনিধি এ কে এম শামসুল হুদা।