রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদিঘীতে ট্রাকচাপায় তিন যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- সাঘাটার শফিকুল ইসলাম লিংকন (২১), ছোয়াইব হাসান (২২) ও বগুড়া সদরের মুশফিকুর রহমান (২১)।
গত ১৯ জুন বিকেলের দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদিঘী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম লিংকন সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও সোয়াইব হাসান একই উপজেলার উল্লা সোনাতলা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। নিহতের স্বজনরা জানায়, ওই তিন যুবক সাঘাটার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আদমদিঘীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় শফিকুল ইসলাম লিংকন ও ছোয়াইব হাসানসহ বগুড়া সদরের মুশফিকুর রহমান (২১) নিহত হয়েছেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ওই স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।