সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালকসহ দুইজন নিহত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঝিপাড়া নামক স্থানে বাস ও অটো ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছে।
প্রকাশ, আজ সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢোলভাংগার মাঝি পাড়া নামক স্থানে পৌঁছালে একই দিকে যাওয়া একটি লোকাল বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটো ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই অটো ভ্যানের যাত্রী গাইবান্ধার জেল খানার মোড়ের তাহের আলীর পুত্র রেজাউল করিম ও অপরজন দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ভ্যান চালক সুজাউদৌলা নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকার উত্তেজিত জনতা বাসে হামলা চালিয়ে ভাংচুর করেন। এ সময় বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
অপরদিকে পলাশবাড়ী থানা পুলিশ ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com