সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের মৃত্যু এবং সভাপতি এস এম জিলানী ও তার সহধর্মিনীকে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে একটি বিক্ষোভ মিছিল বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি জেলা কার্যালয়ে এসে শেষ হয়ে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শোয়েব হক্কানী, সদস্য সচিব ফরহাদ আলী, বিষ্ণু কুমার দাস শাহজালাল সরকার খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানিয়ে ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। এছাড়া এই ধরনের হামলা ও হত্যার নেপথ্যের শক্তিকে চিহ্নিত করে তাদের জনসমক্ষে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।