বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জমি ও টাকার দাবিতে স্বামীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন সুন্দরগঞ্জের রবীন্দ্র নাথ কর্মকার (৪২)। গতকাল সুন্দরগঞ্জ আমলি আদালতে বিচারক জান্নাতুল ইসলামের কাছে এই মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত চন্দনা রানী প্রতিমা (৩২)-এর বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার বাদী রবীন্দ্র নাথ কর্মকার সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত যোগেশ চন্দ্র কর্মকারের ছেলে। এজাহারে তিনি উল্লেখ করেন দেড় যুগ আগে তিনি সুন্দরগঞ্জ উপজেলার বামনজল গ্রামের সুরেশ চন্দ্রের মেয়ে চন্দনা রানী প্রতিমাকে বিয়ে করেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তার স্ত্রী ৩৫ শতক জমি এবং ৩০ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। বদমেজাজি স্বভাব ও হুমকি: রবীন্দ্র নাথ অভিযোগ করে বলেন, আমার স্ত্রী চন্দনা রানী প্রতিমা অত্যন্ত বদমেজাজি। জমি ও টাকার দাবি পূরণ না করলে সংসার করবেনা বলে হুমকি দেন। শুধু তাই নয়, আমাকে নিয়মিত মানসিকভাবে নির্যাতন করেন। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই।
আরও অভিযোগ: মামলার সূত্রে জানা যায়, চন্দনা রানী প্রতিমা প্রায়ই স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। এমনকি স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার সালিশে তোলার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। স্বামীর পরিবার ও আত্মীয়দের সঙ্গেও তার আচরণ ছিল অসৌজন্যমূলক।
আইনি প্রক্রিয়া ও আসামির অবস্থান: এই মামলার বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবেদুর রহমান বলেন, আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে শুনানির মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।
অঞ্চলে চাঞ্চল্যঃ এই ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে ব্যতিক্রমী মামলা হিসেবে দেখছেন, কারণ এ ধরনের ঘটনা সাধারণত পুরুষদের বিরুদ্ধে অভিযোগ হিসেবে উঠে আসে। সমাজের বিভিন্ন স্তরে এই মামলাটি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।