শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

গাইবান্ধায় সুরবানীর বৈশাখী আড্ডা

গাইবান্ধায় সুরবানীর বৈশাখী আড্ডা

স্টাফ রিপোর্টার : গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংদের শিল্পীদের আয়োজনে গত শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী আড্ডা। সংগঠনের নিজস্ব মিলনায়তনে বৈশাখী আড্ডায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন সুরবানী শিল্পীবৃন্দ।
সংগঠনের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান, কেএম রেজাউল হক, তাজুল ইসলাম সাকা, আরিফুল ইসলাম বাবু, শাহ মুশফিকুর রহমান মন্ডা, কামরুজ্জামান চান প্রমুখ।
শিল্পীদের মধ্যে নৃত্যে ও সংগীত পরিবেশন করেন হযরত আলী, আব্দুর রশিদ, তোফাজ্জল হোসেন, জাহিদ হাসান সবুজ, মমিন হক্কানী, জাহিদুল ইসলাম, সেলিম হায়দার, আরিফ হোসেন, তাজুল ইসলাম, রোজিনা ফারজানা নাহিদ শিমুল, শ্রেয়া, সিনথিয়া, মাইশা, অহনা, তাসপ্রিয়া, শিয়া, হৈমবতি, লাবিবা, দ্বিপ শিখা, মুগ্ধ, মাহমুদা, আরাফাত, মাহবুব। এছাড়াও অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন জহুরুল ইসলাম। যন্ত্রে সহযোগিতা করেন কি-বোডে- শামীম, অক্টোপ্যাডে- রফিকুল ইসলাম, গিটারে- গোলাপ, তবলায়- আকতারুজ্জামান খান মহব্বত, লাসেন আলী, মন্দিরায়- আব্দুল বারী।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com