সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাংচুরের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রোববার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম রেজাউল হক।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন সুজা, রেজাউন্নবী রাজু, ইদ্রিসউজ্জামান মোনা, শফিউল ইসলাম, নেয়ামুল ইসলাম পামেল, কায়সার রহমান রোমেল, রজতকান্তি বর্মন, ফিরোজ কবীর মিলন, সাইফুল ইসলাম মিলন, মিজানুর রহমান রাজু, শাহীন নুরী প্রমুখ।