সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

গাইবান্ধায় সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোশারফ হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলনে কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এসময় নবাগত পুলিশ সুপার বলেন, আগস্টের আগের পরিস্থিতি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে। এটুকু বলতে পারি প্রতিপক্ষ নই, আমি সাংবাদিকদের বন্ধু। সবাইকে সাথে নিয়ে বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, নতুন বাংলাদেশে বৈষম্যের কোন ঠাঁই নেই। বিশেষ করে মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আমাদের। পুলিশের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে চাই।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের সহযোদ্ধা হতে চাই। আপনারা বস্তুনিষ্ঠভাবে প্রকৃত ঘটনা তুলে ধরবেন। মানুষের আস্থা অর্জন করেই আমরা ভবিষ্যৎ পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com