রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সম্প্রীতির বাংলাদেশ বিনির্মানের দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে সম্প্রীতির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতির পদযাত্রাটি পৌর পার্কের শহীদ মিনার চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। সম্প্রীতির পদযাত্রায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।
এর আগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গাইবান্ধা জেলা আহবায়ক বিপুল কুমার দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, কাজী আমিরুল ইসলাম ফকু, মোর্শেদ হাবীব সোহেল, অ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু, মোশাররফ হোসেন বাবু, আব্দুল আউয়াল আরজু, ডাঃ আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, অ্যাডঃ জাহাঙ্গীর আলম জিন্নাহ, কামরুল হাসান সেলিম, অ্যাডঃ আব্দুস সালাম, মাধবী রাণী সরকার, সৌমিক কর, দেবাশীষ সরকার পার্থ, অমুল্য চন্দ্র চক্রবর্ত্তী প্রমুখ।