শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

গাইবান্ধায় শাপলা চত্বরে ৫ মে হত্যাকাণ্ডের ভিডিও প্রদর্শন

গাইবান্ধায় শাপলা চত্বরে ৫ মে হত্যাকাণ্ডের ভিডিও প্রদর্শন

স্টাফ রিপোর্টার : ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর হত্যাকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করেছে হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা শাখা। ঘটনার এক যুগ পূর্তিতে গত সোমবার রাতে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এ আয়োজন করা হয়।
ভিডিওচিত্রে ২০১৩ সালের ৫ মে রাতে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরতা দেখানো হয়। প্রদর্শনীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে হামলা, গুলি চালিয়ে গণহত্যা’র দৃশ্য তুলে ধরা হয় বলে জানান আয়োজকেরা।
এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম গাইবান্ধা জেলা শাখার আমির মাওলানা আব্দুল বাসেত, যুগ্ম মহাসচিব মুফতি মানসুর রহমান, সহকারী অর্থ সম্পাদক মাওলানা মামুনুর রশীদস হেফাজতের নেতাকর্মী ও সাারণ মানুষ। পরে ৫ মে’র ‘গণহত্যার’ বিচার দাবি করেন নেতারা এবং হামলায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com