সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় শহীদি মার্চ কর্মসূর্মচি পালিত

গাইবান্ধায় শহীদি মার্চ কর্মসূর্মচি পালিত

স্টাফ রিপোর্টারঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের এক মাস পূর্তিতে শহীদদের স্মরণে গাইবান্ধায় শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী-জনতা ছাড়া ও আন্দোলনে শহীদ হওয়া গাইবান্ধার শহীদদের স্বজনরা অংশ নেন।
বিকেলে ৪টার দিকে গাইবান্ধার পার্ক থেকে একটি পদযাত্রা শুরু করে সর্বস্তরের ছাত্র-জনতা পদযাত্রাটি ডাক-বাংলো মোড় ঘুরে পুরাতন জেলখানা মোড়ে সমবেত হয়। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সমন্বয়ক মেহেদী হাসান, ত্রেয় হাসান জয়িতা ও বায়েজিদ বোস্তামি জিম, শিক্ষার্থী কাফি ইসলাম লিমন ও
সাব্বির রায়হান মুকুট প্রমুখ।
বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি ছাত্র জনতার ওপর গুলি বর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com