মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

গাইবান্ধায় মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

‎স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার বিকেল ৪টায় গাইবান্ধা শহরের বাংলাবাজার অফিসার্স কোয়ার্টার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
‎উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামের আমির মোঃ আব্দুল করিম, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সামিউল হুদা সুমেলসহ চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ জেলার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
‎গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং রনো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ মেলায় দেশের বিভিন্ন প্রান্তের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। প্রদর্শনী ও বিক্রয়ের জন্য থাকছে দেশীয় ঐতিহ্যবাহী ও আধুনিক নানা পণ্যের সমৃদ্ধ স্টল। শিশু-কিশোরদের বিনোদনের জন্য থাকছে আকর্ষণীয় রাইডস, লাইটিং ভূতের বাড়ি ও দৃষ্টিনন্দন আলোকসজ্জা, যা মেলাকে করেছে উৎসবমুখর।
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা শুধু বিনোদনের ক্ষেত্র নয়, বরং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তাদের বাজার সৃষ্টি এবং সাধারণ মানুষের সঙ্গে ব্যবসায়ীদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‎মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com