মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায়ে এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহরের ডিবি রোড পাবলিক লাইব্রেরীর সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে গাইবান্ধা সরকারি উচ্চ বালক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক এস.এম আবু সাঈদ, সিনিয়র শিক্ষক এ.এইচ.এম শামসুদ্দিন মন্ডল, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রউফ মিয়া, সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সহকারি শিক্ষক মোঃ সাফায়েত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চারস্তরীয় একাডেমিক পদসোপান, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন করার দাবি জানান।