রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দিবসের সূচনা লগ্নে রাত ১২টা ১ মিনিটে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌর মেয়র মোঃ মতলুবর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, গাইবান্ধা প্রেসক্লাব, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সকালে সরকারি আধা সরকারি স্বায়তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, সূর্যোদয়ের পর স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন। সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভাষা আন্দোলনের অমর শহীদদের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা মোঃ হোসেন আলী, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবদুর রহিম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।
পরে শিশুদের ভাষার গান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হয়।
পলাশবাড়ী প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় পলাশবাড়ীতেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালন করা হয়েছে। এদিন প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভাষা শহীদ বীর যোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শহীদ মিনার পাদদেশে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করেন প্রধান অতিথি গাইবান্ধা-৩ আসনের সাংসদ কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক অ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি।
এরপর যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুতের নেতৃত্বে উপজেলা পরিষদ সংশ্লিষ্ট কর্মরতবৃন্দ। নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান নয়নের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয়পার্টি ও বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় পেশাজীবি সংগঠন, প্রেসক্লাব, স্কুল-কলেজ, শ্রমিক সংগঠন, ব্যবসা-প্রতিষ্ঠান ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় উপজেলা প্রশাসন ও বোনারপাড়া সরকারি কলেজ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে ।
বোনারপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ও বোনারপাড়া সরকারি কলেজে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, সাঘাটা থানা অফিসার ইনর্চাজ মতিউর রহমান, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হোসেন, বোনারপাড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ফারুকুল ইসলাম, সিনিয়র শিক্ষক শরিফুল আলম, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন সহ আরো অনেকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন।
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলার সরকারি, বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বীমা, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ-সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।
দিবসের সূচনা লগ্নে দিবাগত রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রভাতে শহীদ মিনার পাদদেশে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাঙ্গালী ভোজ ও দোয়া মাহফিল।
রোববার রাতে শহীদ মিনারে সমন্বিতভাবে পুস্পমাল্য অর্পণ করে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক আফরুজা বারী, ওসি তৌহিদুজ্জামান, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু। পরে পৃথকভাবে পুস্প্যমাল্য অর্পণ করেন।
গতকাল সোমবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত আহবায়ক মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগ কমিটির উপদেষ্টা সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, আহসান আজিজার সরদার মিন্টু, মিজানুর রহমান লিটু, আব্দুল্লাহ্ আল মেহেদী রাসেল, গণেশ শীল, রুহুল আমিন প্রামানিক, রতন মিয়া, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমূখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com