মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা জেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচসহ শাক-সবজির দাম। গত দুই সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি কাঁচা মরিচে ১০০ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ২৪০ দরে। একইসঙ্গে শাক-সবজিও ক্রয় ক্ষমতার বাইরে। বর্তমানে কাঁচা তরকারির বাজারে এসে অস্থির হয়ে উঠছেন সাধারণ ভোক্তারা। ফলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ চরম বেকায়দায় পড়েছেন। এসব পণ্য কিনতে তাদের মাঝে শুরু হয়েছে হাঁসফাঁস।
সরেজমিনে গতকাল শুক্রবার গাইবান্ধা শহরের কাচারি বাজার ও পুরাতন বাজারসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে- প্রতি কেজি মূলা ৫০ টাকা, পটল ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, তরই ৫০ টাকা, শসা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কদোয়া ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁকরোল ৬০, শজনে ১৬০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ শাক ৩০ টাকা, ধনেপাতা শাক ৮০, টাকা, লাল শাক ৩০০ টাকা ও লাউ ৪০-৫০ টাকা পিস (প্রকার ভেদে) বিক্রি হচ্ছে। অথচ গত দুই সপ্তাহ আগে ওইসব পণ্যের দাম অনেকটা কম ছিল। তবে আলু, মুখীকচুর দাম স্থিতিশীল রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধা জেলায় টানা খড়া-বর্ষাসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষ এখনও ঘুরে দাঁড়াতে পারেনি। এরই মধ্যে বেড়েই চলছে সব ধরনের ভোগ্যপণ্যের দাম। সেইসঙ্গে কাঁচা মরিচ যেন সোনার হরিণ। প্রতিটি সবজির দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
গোবিন্দগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ঃ গোবিন্দগঞ্জে এক নারীকে যৌতুকের দাবিতে হত্যার ঘটনায় নিহতের স্বামী বকুল প্রধান (৫২) কে গ্রেফতার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গাজীপুর জেলার কালিয়াকৈরের সফিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
র্যাব জানায়, প্রায় ৩০ বছর আগে নিহতের সঙ্গে বকুল প্রধানের বিয়ে হয়। গত ৭ থেকে ৮ বছর ধরে নিহতের বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ২ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। এক পর্যায়ে নিহত নারী তা এনে দিতে অপারগতা প্রকাশ করলে বকুল প্রধান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। গত ৬ জুলাই লোহার রড দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করে বকুল প্রধান ও তার সঙ্গে থাকা লোকজন। পরে নিহতের পরিবার ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। এরপর নিহতের বাবা গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বকুলকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।