সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় ভূয়া এনএসআই আটক

গাইবান্ধায় ভূয়া এনএসআই আটক

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ডি এস বি অফিসার পরিচয় দিয়ে এন এস আই এ চাকরি দেয়ার কথা বলে প্রতারনা করার সময় জামিরুল ইসলাম নামে একজনকে আটক করে থানায় সোর্পদ করেছে শিক্ষার্থীরা।
আজ দুপুরে শহরের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানাযায় রাজশাহি বাঘা থানার বাসিন্দা মৃত ইউনুস আলির সন্তান জামিরুল ইসলাম। তিনি দির্ঘদিন থেকে দেশের বিভিন্ন এলাকায় কখনও ডি এস বি অফিসার কখনও এন এস আই এর উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে প্রতারনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় গত কয়েকমাস ধরে জেলা সদরের বিভিন্ন এলাকায় শিক্ষিত বেকার যুবককে টার্গেট করে এন এস আই এ চাকরি দেয়ার কথা বলে কয়েক জনের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলে চাকরির কোন খবর না থাকায় আজ শিক্ষার্থী এবং ভুক্ত ভোগীরা মিলে কৌশলে গাইবান্ধায় ডেকে নিয়ে তাকে আটক করে। এ সময়ও সে নিজেকে এন এস আই পরিচয় দিয়ে হুমকি দিতে থাকে। পরে তারা তাকে উত্তম মধ্যম দিয়ে গাইবান্ধা সদর থানায় সোর্পদ করে।
এ বিষয়ে সদর থানার তদন্ত অফিসার সিরাজুল ইসলাম জানান ভুক্তভোগিরা লিখিত অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com