বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:০৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় ভিজিএফ’র চাল বিতরণ শুরু

গাইবান্ধায় ভিজিএফ’র চাল বিতরণ শুরু

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে গাইবান্ধায় অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল রোববার গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, ট্যাগ অফিসার ও সদর উপজেলা বিআরডিবি কর্মকর্তা তাহাদুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মোঃ মাছুম হক্কানী, মোজাম্মেল হক ঝিলাম ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় হুইপ বলেন, অসহায় দুস্থ পরিবারগুলো যাতে ঈদের আনন্দ সুন্দরভাবে উপভোগ করতে পারে সেব্যাপারে সরকার সচেতন। এজন্যই সরকার অসহায় পরিবারগুলোকে ভিজিএফ’র আওতায় চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। ফলে এই অসহায় পরিবারগুলো ঈদের আনন্দ উপভোগ করার সুযোগ পাবে।
উল্লেখ্য, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ৫৭ হাজার ৯৪৬ জনকে ভিজিএফ’র আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এদিকে মুজিববর্ষ উপলক্ষে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে আধা পাকা ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালিতে যুক্ত হয়ে সদর উপজেলার ৪২টি গৃহহীন পরিবারের মাঝে আধা পাকা ঘর বিতরণ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com