মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার বিচার, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগের দাবিতে গতকাল গাইবান্ধায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
গাইবান্ধা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পৌর শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা দিবস ইসলাম, কাফি ইসলাম লিমন, মেহেদী হাসান, জান্নাতুল নাঈম প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। না হলে ছাত্র আন্দোলনের মুখে কঠোর কর্মসূচির মাধ্যমে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো হবে। এছাড়া আওয়ামীলীগ-ছাত্রলীগকে নিষিদ্ধসহ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com