সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় জেলা পর্যায়ের সফরের অংশ হিসেবে আজ প্রথম দিনে রংপুর বিভাগীয় সফরে প্রথম দিনে গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত হয়। গতকাল সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদ কবর জিয়ারতের মাধ্যমে দিয়ে এই কর্মসূচি শুরু হয়। পরে কেন্দ্রীয় সমন্বয়করা শহীদ আবু সাঈদের পরিবারের সাথে কুশল বিনিয় করেন। এইদিকে আজ সকাল ১০টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কেন্দ্রীয় প্রতিনিধি ফিহাদুর রহমান দিবস, জাকারিয়া হোসেন, রিপন আহমেদ, মিনহাজুল আবেদিন মাধুর্য সহ অন্যান্যরা। বক্তারা বলেন ছাত্র জনতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে আমরা আর কখনো দুর্নীতিগ্রস্তদেশ দেখতে চাই না। দুর্নীতিমুক্ত দেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। এজন্যই দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্রসমাজদের সকল সূচী শুরু করা হয়েছে। যাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতার দিকনির্দেশনার মাধ্যমে দেশকে এগিয়ে নাও হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com