সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গাইবান্ধা সদর থানা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মোঃ আনিসুজ্জামান খান বাবু। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মোঃ শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি শক্তিশালী চাঁদাবাজি, প্রকাশ্য দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা করে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করছে। তবে বিএনপি কাউকে ছাড় দিবে না, বিএনপি সব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।
বিপুল সংখ্যক নেতাকর্মী প্রবল বৃষ্টিতে ভিজে বিক্ষোভ সমাবেশে অংশ নেন।
সুন্দরগঞ্জ প্রতিনিধি জানান ঃ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দিবালোকে মসজিদসহ রাস্তায় মানুষ হত্যা এবং স্যোশাল মিডিয়ায় বিএনপি এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্যে চরিত্র হননের চেষ্টার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠন এ কর্মসূচি পালন করে। নেতাকর্মীরা সুন্দরগঞ্জ ডি.ডাব্লিউ ডিগ্রী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। প্রায় ৫ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকের অংশ গ্রহণে, জামায়াত শিবির রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়, স্বৈরাচার গেছে দিল্লী, রাজাকার যাবে পিন্ডি শ্লোগানে উত্তাল হয়ে উঠে সুন্দরগঞ্জের রাজপথ।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর বিএনপির আহবায়ক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন প্রমুখ।