সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

গাইবান্ধায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

স্টাফ রিপোর্টার : বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ন্যায্য ও সম্ভবনাময় বিশ্বে পছন্দের পরিবার, গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুজ্জামান, সদর উপজেলা মেডিকেল অফিসার শর্মিষ্টা রাণী বর্মণ, সদর পুলিশ ফারির ইনচার্জ বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ মোঃ আতিকুর রহমান খান।
সাদুল্লাপুর প্রতিনিধি জানান ঃ বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে সাদুল্লাপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম। বিশেষ অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মন্ডল এবং সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদশা আলম সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। শেষে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরতদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com