মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি পোনামাছ অবমুক্ত

গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি পোনামাছ অবমুক্ত

স্টাফ রিপোর্টার: অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, জেলা মৎস্যজীবী দলের সভাপতি শামীম আহমেদ পলাশ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মারজান সরকার, মৎস্য চাষী ইশতিয়াক উদ্দিন আদিল, আব্দুস সবুর আহমদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মোস্তফা কামাল।
শেষে জেলার ৫ জন সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়।
পলাশবাড়ী প্রতিনিধি জানান : গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী ভূট্টো, আব্দুস সালাম, আব্দুল সামাদ মন্ডল, আবু তালেব মাস্টার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, সাংবাদিক ফজলুল হক দুদু, মাসুদার রহমান মাসুদ প্রমুখ।
সাঘাটা প্রতিনিধি জানান:  গতকাল বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে র‌্যালী ও মৎস্য অবমুক্তের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। পরে সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জামাতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক ইনামুল হক সরকার, মশিউর রহমান ও হিমন সরকার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রোগ্রামার কামরুজ্জামান। আলোচনা সভা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com