শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার : গাইবান্ধায় বন্যায় ক্ষয়ক্ষতি হ্রাসে আগাম প্রস্তুতি নিতে গতকাল শনিবার মহড়া অনুষ্ঠিত হয়। গাইবান্ধার নুরুল হক মডার্ন উচ্চ বিদ্যালয় মাঠে বর্ষাকালীন নদীবাহিত বন্যার জন্য জাতীয় পূর্ব প্রস্তুতি প্রোটোকল ভিক্তিক একটি সিমুলেশন অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এর যৌথ সহযোগিতায় এ মহড়া আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পূর্বাভাস-ভিত্তিক অর্থায়ন কর্মপরিকল্পনা টাস্কফোর্সের সভাপতি কেএম আবদুল ওয়াদুদ।
এতে সভাপতিত্ব করেন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রবিউল ইসলাম এনডিসি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক আহমেদুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ডঃ মোঃ শামীম হাসান ভুঁইয়া, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, সিদ্দিকুল ইসলাম, রহমতউল্লাহ প্রমুখ।