শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

গাইবান্ধায় ফিলিং স্টেশন বন্ধ : ভোগান্তি চরমে

গাইবান্ধায় ফিলিং স্টেশন বন্ধ : ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার : গাইবান্ধায় ফিলিং স্টেশন হঠাৎ করে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন মটর সাইকেল চালক ও বাস ট্রাকের চালকেরা। গতকাল রোববার সকাল থেকে গাইবান্ধা জেলার ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র।
রাস্তায় দাঁড়িয়ে আছে বাস অটোরিকশা ও মোটরসাইকেল চালকরা। কর্মস্থলে যেতে না পারা মানুষদের কণ্ঠে ক্ষোভ আর হতাশা। ১০ দফা দাবিতে ফিলিং স্টেশন মালিকরা হঠাৎ করে ফিলিং স্টেশন বন্ধ রাখা সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
গতকাল রোববার সকাল ৬ টা থেকে বন্ধ হয়েছে পাম্পে তেল বিক্রি। কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে তাও জানাতে পারছেন না ফিলিং স্টেশনের কর্মচারীরা। মালিক ফোন দিয়ে তাদের তেল বিক্রির বন্ধ নির্দেশ দিয়েছেন। তাই তারা তেল পাম্প বন্ধ করে দিয়েছেন বলে তাদের দাবি।
শহরের বাস টামিনালে অবস্থিত মেসার্স এস এ কাদির অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা জ্বালানি তেল নিতে আসছেন। তবে পেট্রোল পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন পেট্রল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকেরা। বিশেষ করে মোটরসাইকেল চালকেরা পড়েছেন বেশি বিপাকে। তেল না পেয়ে ভোগান্তিতে অফিসগামী মানুষরাও।
মের্সাস রহমান ফিলিং স্টেশনের ম্যানেজার সুজন মিয়া বলেন, সকালে মহাজন ফোন দিয়ে বললেন তেল বিক্রি বন্ধ করে একটা পোস্টার লাগে দিতে বলছেন। তাই করছি।’

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com