বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটে দুর্ভোগঃ পরে প্রত্যাহার

পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটে দুর্ভোগঃ পরে প্রত্যাহার

স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় বিনা নোটিশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অভিযানে কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে গাইবান্ধা সহ উত্তরবঙ্গে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল সকাল থেকে রংপুর বিভাগে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। ফলে পুরো অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে, বিপাকে পড়েছেন যানবাহন মালিক, চালক ও সাধারণ মানুষ।
এদিকে পাম্প বন্ধ থাকায় জ্বালানি নিতে এসে দুর্ভোগে পড়েন পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই অভিযোগ করেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি বিক্রয় বন্ধ করে দেওয়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ট্রাক ও মালবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েছেন বিপাকে।
দুপুরের পর এই ধর্মঘট প্রত্যাহার করায় পেট্রোল প্যাম্প গুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com