রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরলো ৮ প্রাণ

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরলো ৮ প্রাণ

স্টাফ রিপোর্টার : পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ আট ব্যক্তি নিহত হয়েছেন। গত তিন দিনে এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের সৃষ্টিরতল নামক স্থানে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
এদিকে গত শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ চারমাথা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রইচ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। এছাড়া গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের বোগদহ কলোনি এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন।
অপরদিকে গত বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চাঁপড়ীগঞ্জ নামক স্থানে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন বেগম (২৫) নিহত হয়েছেন।
নিহত আনোয়ার হেসেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা শিলকুড়ি ইউপির কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে। তারা দু’জনেই গার্মেন্টসে চাকরি করতেন। ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
এসব সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, দুর্ঘটনার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com