সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

গাইবান্ধায় দুদক মহাপরিচালকের সাথে মতবিনিময়

গাইবান্ধায় দুদক মহাপরিচালকের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত-২ এর মহাপরিচালক যুগ্ম সচিব মোতাহার হোসেন বলেছেন, নতুন প্রজন্মের চেতনায় দেশকে দুর্নীতি মুক্ত করা হবে। দুর্নীতির সাথে যে কারও জড়িত হওয়ার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
গতকাল সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্্ সালাম, দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপপরিচালক শাওন মিয়া, সিভিল সার্জন ডাঃ রফিকুজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ আ.খ.ম. আসাদুজ্জামান সাজু প্রমূখ।
পরে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com