সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন

গাইবান্ধায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

গাইবান্ধায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় গত শনিবার হালকা বৃষ্টি বাতাস হলেও গতকাল রোববার তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গতকাল ৩৭ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে জেলা জুড়ে।
সূর্যের প্রখর তাপে সাধারণ মানুষের জীবন পুরোপুরিভাবে বিপর্যয় হয়ে পড়েছে। প্রচন্ড রোদে ঘর থেকে বের হতে পারছেনা শ্রমিক, দিনমজুরসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য সবাই ছুটছে গাছের ছায়াতলে। অতিরিক্ত গরমে শিশুরা ছুটছে বিভিন্ন শরবত ও পানীয়ের দোকানে। কোথাও কোথাও পুকুরে নেমে পড়ছে বৃদ্ধ ও শিশুরা। একইভাবে গরম থেকে পরিত্রাণ পেতে গরু, মহিষ পানিতে নামছে স্বস্তি পেতে। আর গরম কতটাই যে বেড়েছে তা এ প্রাণীগুলোর বিচরণ ও বর্তমান অবস্থান তা বুঝিয়ে দিচ্ছে।
গাইবান্ধা জেলা সিভিল সার্জন জানান, গরমে পানি স্বল্পতাসহ হিট স্ট্রোকের ঝুঁকি রয়েছে। তাই তীব্র তাপদাহে শিশু, বৃদ্ধদের খুব জরুরি কাজ ছাড়া বাহির বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com