শুক্রবার, ০২ মে ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ গাইবান্ধায় ট্রাক মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে গাইবান্ধা জেলার ট্রাক মালিকের আয়োজনে এ মতবিনিময় সভা হয়।
এ সময় পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।এই কমিটিতে আহবায়ক হলেন,আরিফ মিয়ার রিজু ও বাকি চার জন সদস্য হলেন সুদের চৌধুরী, শাহাবুদ্দিন সরকার মিলু , ইসলাম তালুকদার রিটন, বাবলু মিয়া (বাবু)।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, ট্রাক মালিকদের মধ্যে রোস্তম আলী, আরিফ মিয়ার রিজু, দুলাল রায়, সুদের চৌধুরী, শাহাবুদ্দিন সরকার মিলু , ইসলাম তালুকদার রিটন, বাবলু মিয়া (বাবু),রাশেদসহ অন্যরা।
বক্তারা বলেন, গাইবান্ধা জেলার সমিতির যে কমিটি আছে এটি একটি অবৈধ কমিটি। দুই বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে। ট্রাক মালিকদের স্বার্থে আজ এই আহ্বায়ক কমিটির ঘোষণা করা হলো। আগামী ১ মাসের মধ্যে ভোটের মাধ্যমে নির্বাচন করে কমিটি গঠন করা হবে।