বুধবার, ১৫ মে ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

গাইবান্ধায় টিকা নিলেন সাড়ে ১৪ লাখের বেশি মানুষ

গাইবান্ধায় টিকা নিলেন সাড়ে ১৪ লাখের বেশি মানুষ

স্টাফ রিপোর্টারঃ দেশে করোনাভাইরাস প্রতিরোধে চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে গাইবান্ধায় এ পর্যন্ত ১৪ লাখ ৫১ হাজারের বেশি মানুষ টিকা গ্রহণ করেছেন। যা জেলার মোট জনসংখ্যার প্রায় ৫১ দশমিক ৬৪ শতাংশ, বলছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ফেব্রুয়ারি গাইবান্ধায় শুরু হয় করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি। এ কর্মসূচিতে গত বুধবার পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৩৩৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৭৪ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় দফায় বুস্টার ডোজ নিয়েছেন ১১ হাজার ৮৭৫ জন। এছাড়াও প্রথম ডোজের মধ্যে ২ লাখ ২২ হাজার ৭৬৯ জন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছে ৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী।
গত বছরের গতকাল ২৭ জানুয়ারি দেশে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধনের পর ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়। সেদিন থেকে এ পর্যন্ত জেলার সদর উপজেলায় টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৩ হাজার ৭৯০ জনে। তাদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী রয়েছে ৪৯ হাজার ১৪৬ জন।
সুন্দরগঞ্জ উপজেলায় টিকা নিয়েছেন ২ লাখ ৫৪ হাজার ৪৪৯ জন। এর মধ্যে শিক্ষার্থী ৩৯ হাজার ৭৮৬ জন।
গোবিন্দগঞ্জ উপজেলায় টিকার আওতায় এসেছেন ৩ লাখ ৩১ হাজার ৮৬০ জন। এর মধ্যে ৪৯ হাজার ৫৮৪ জন শিক্ষার্থী।
পলাশবাড়ীতে টিকা নিয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭০৫ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৭৭৯ জন।
ফুলছড়ি উপজেলায় ৯৬ হাজার ১৩৬ জন নারী-পুরুষ এবং ১০ হাজার ৪৪০ জন শিক্ষার্থী টিকা নেন।
সাদুল্লাপুর উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ৪৫১ জন নারী-পুরুষ এবং ২৪ হাজার ৭৪৪ জন। এছাড়াও সাঘাটায় টিকা নেন ১ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছে ২৫ হাজার ২৯০ জন।
গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ আ.খ.ম. আখতারুজ্জামান বলেন, জেলার জনসংখ্যা ২৮ লাখ ১০ হাজার ৭২৯ জনের বিপরীতে টিকাদান কর্মসূচির আওতায় এসেছেন ৫১ দশমিক ৬৪ জন। পর্যায়ক্রমে টিকা গ্রহণে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে। জেলা হাসপাতালসহ অন্যান্য টিকাদান কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ টিকাগ্রহণ করছেন প্রতিদিন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com