মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০২ অপরাহ্ন

গাইবান্ধায় ঝরে পড়া শিক্ষার্থীদের ক্লাশে ফিরিয়ে আনতে ৭০ স্কুল

গাইবান্ধায় ঝরে পড়া শিক্ষার্থীদের ক্লাশে ফিরিয়ে আনতে ৭০ স্কুল

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার ৮ থেকে ১৪ বছর বয়সী ঝরে পড়া শিক্ষার্থীদের ক্লাশে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থা। আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় সাদুল্লাপুর, পলাশবাড়ী ও সদর উপজেলার ৩২টি ইউনিয়নে ৭০টি স্কুল স্থাপন করা হয়েছে। ওইসব স্কুলে বিভিন্ন বিদ্যালয়ের ঝরে পড়া ২ হাজার ১০০ শিক্ষার্থীকে শ্রেণি কক্ষে ফিরিয়ে আনা হবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের এর আওতায় আনা হবে। গতকাল সোমবার উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানায় উদ্যোক্তারা।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ স্বাবলম্বী সংস্থা আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম। এতে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মোঃ মেহেদী আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাঈদ হাসান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হাসান প্রমুখ।
০১৭১৫-৪৮৩৭২৬

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com