মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

গাইবান্ধায় জেলায় পূজা মন্ডবে ৩১৬৮ আনসার মোতায়েন

গাইবান্ধায় জেলায় পূজা মন্ডবে ৩১৬৮ আনসার মোতায়েন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাত উপজেলায় ৬০৮ পূজা মন্ডপে ৩১৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল শনিবার বাঙালি হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। জানা যায়, গাইবান্ধা ৬০৮টি পুজা মন্ডপের মধ্যে সদর উপজেলায় ১৩৭টি, সুন্দরগঞ্জ উপজেলায়ে ১৩৭টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৭টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১২৪টি, সাঘাটা উপজেলায় ৬১টি এবং ফুলছড়ি উপজেলায় ১৭টি মন্ডপে দুর্গাপুজা শুরু হয়েছে। এর মধ্যে ১০৫টি মন্ডপ অধিক গুরুত্বপূর্ণ এবং ১৫৮টি মন্ডপ গুরুত্বপূর্ণ এবং বাকি ৩৪৫ মন্ডপ সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে জেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট রেজাউল ইসলাম বলেন, মন্ডপের দুর্বলতার উপর ভিত্তি করে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপের ক্ষেত্রে আনসার ও ভিডিপির ৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পূজা মন্ডপের জন্য আনসারের ৬ জন সদস্য ভিডিপি জড়িত এবং সাধারণ মন্ডপের জন্য আনসারের ৪ জন করে সদস্য দায়িত্বপালন করছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com