সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় পৌর পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, পৌর প্রশাসক একেএম হেদায়েতুল ইসলামসহ অন্যান্যরা।
এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জুলাইয়ের চেতনায় নানা শ্লোগানসহ ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে একটি বিশাল রিক্সা র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার সাব্বির আহমেদ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল দিনটি উপলক্ষে পৃথক পৃথক সময়ে জেলা শহরে মিছিল বের করে। পরে সংগঠনগুলো আলাদাভাবে নানা কর্মসূচি পালন করে।
স্টাফ রিপোর্টার ঃ জুলাই হত্যাকান্ডের বিচার,আহতদের চিকিৎসা-পূনর্বাসন নিশ্চিতসহ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সংগ্রাম বেগবান করুন। ছাত্র-জনতার গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাসদ (মার্কসবাদী) সংগঠনসমুহের গতকাল পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, কমরেড গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজের সভাপতি কলি রানী,জয়নুল ইসলাম, মোখলেসুর রহমান প্রমুখ।
সাদুল্লাপুর প্রতিনিধি জানান ঃ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাসহ যারা আন্দোলনে গিয়ে শহিদ হয়েছেন তাদের রক্ত কখনও বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটাতে দীর্ঘ লড়াই-সংগ্রাম করতে হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ৫ আগস্ট একদফা আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে বিএনপিকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
গতকাল মঙ্গলবার সাদুল্লাপুর উপজেলা বিএনপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহব্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ন আহ্বায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন প্রমুখ।
এর আগে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের পক্ষ থেকে পৃথক ব্যানারে বিজয় র্যালী বহরে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে জমায়েত হয় নেতাকর্মীরা। এসময় ঘোড়া গাড়ি আর ঢাকঢোল পিটিয়ে বিজয় স্মরণে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন হাজারও নেতাকর্মী। এরপর অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ঘোড়া গাড়িতে চড়ে একটি বিশাল শোডাউন সাদুল্লাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাংলাদেশের লাল-সবুজে পতাকা ও খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ছিলো নেতাকর্মীদের হাতে।
স্টাফ রিপোর্টার ঃ ২৪ এর গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটি। গতকাল সংগঠনের জেলা কার্যালয়ে জেলা সভাপতি এ্যাডঃ শাহাদত হোসেন লাকু’র সভাপতিত্বে ও সহকারি সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ওয়াজিউর রহমান রাফেল, মিতা হাসান, রানু সরকার, জুয়েল রানা প্রমুখ।
সুন্দরগঞ্জ প্রতিনিধি জানানঃ সুন্দরগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি ও জামায়াত পৃথকভাবে র্যালি ও সমাবেশ করেছে।
গতকাল সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি ডিগ্রী কলেজ মাঠ হতে বিএনপি ও সহযোগি সংগঠনের হাজারও নেতাকর্মীগণ র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে নেতৃত্বদেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাবুল আহমেদ ও সদস্য সচিব মোঃ মাহমুদুল ইসলাম প্রামানিক। পরে বিএনপি উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশ করেন। এতে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।
অপরদিকে দুপুরে উপজেলা জামায়াত ও সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপজেলা বাহিরগোলা জামে মসজিদ মোড় হতে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্বদেন জেলা নায়েবে আমির মোঃ মাজেদুর রহমান, উপজেলা আমির মোঃ শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি মোঃ আতাউর রহমান ও পৌর আমির মোঃ একরামুল হক। পরে সমাবেশ বক্তব্য রাখেন জেলা, উপজেলা ও পৌর জামায়াত এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।