সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা উপলক্ষে গতকাল গাইবান্ধা জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান, গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ একেএম জারজিস কাদের, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব, অধ্যাপক জহুরুল কাইয়ুম, জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম প্রমুখ।