বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

গাইবান্ধায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গাইবান্ধায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার সকালে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে টুর্নামেন্ট বাস্তবায়ন করেন জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতের আমীর মোঃ আব্দুল করিম, সেক্রেটারি জহুরুল হক সরকার, শহর বিএনপির সাধারণ স¤পাদক শহীদুজ্জামান শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক তারেকুজ্জামান তারেকসহ অনেকে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সুন্দরগঞ্জ উপজেলা বনাম সাঘাটা উপজেলা। প্রথম খেলায় ট্রাইবেকারে সাঘাটা বালিকা দলকে ৫-১ গোলে পরাজিত করেন সুন্দরগঞ্জ উপজেলা এবং বালকদের খেলায় সাঘাটাকে ২-০ শূন্য গোলে পরাজিত করেন সুন্দরগঞ্জ উপজেলা দল। টুর্নামেন্টে সাত উপজেলা ও এক পৌরসভা সর্বমোট আটটি বালিকা ও আটটি বালক দল অংশগ্রহণ করবেন। আগামী ২৩ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com