বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শহীদ জিয়া প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ ও জেলা বিএনপি কার্যালয় সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সদস্য সচিব আলতাবুজ জামান রুহানি তুষার। বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান টিটুল, ইলিয়াস হোসেন, কামরুল ইসলাম সেলিম প্রমুখ।
পরে একটি বন্যার্থ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।