মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

গাইবান্ধায় জনতার বাজারে সাশ্রয়ী মূল্যে সবজি বিক্রি

গাইবান্ধায় জনতার বাজারে সাশ্রয়ী মূল্যে সবজি বিক্রি

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের পুলিশ ক্যাফের সামনে চালু হয়েছে জনতার সবজির বাজার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে সাশ্রয়ী মূল্যে সবজি বিক্রির কার্যক্রম গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
জনতার বাজারে আলু, পেঁয়াজ, ঢেঁড়স, লাউসহ ১০ প্রকার সবজি পাওয়া যাচ্ছে। যা বাজারের চেয়ে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে। সেটি ঘিরেই মানুষের আগ্রহ। কম দামে সবজি কিনতে পেরে খুশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
গতকাল দেখা গেছে এ কর্মযজ্ঞ। দম ফেলার ফুরসত নেই তাদের। একনাগাড়ে ক্রেতাদের কাছে সবজি বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন তারা।
উদ্যোক্তারা জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে পণ্য কিনে সাশ্রয়ী মূল্যে তা ভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে। বাজার স্থিতিশীল ও সিন্ডিকেট নির্মূল না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। আপাতত ৮ থেকে ১০ প্রকারের সবজি বিক্রি করা হলেও আগামীতে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যই বিক্রির আশা তাদের।
জনতার বাজারে বিক্রি করা সবজির মধ্যে দেখা গেছে, লাউ ২৫ টাকা, বেগুন ৩০ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা, আলু ৫০ টাকা, কাঁকরোল ৪৫ টাকা, পটল ৩০ টাকা, ফুলকপি প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা বাজারের মূল্য থেকে প্রায় ১০ থেকে ৩০ টাকা কম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, প্রথম দিন থেকেই বেশ সাড়া ফেলেছে এই জনতার বাজার। সাদুল্লাপুর, সুন্দরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার কৃষকের কাছ থেকে সরাসরি সবজি ক্রয় করা হচ্ছে। সেগুলো গ্রাহকের কাছে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে করে মানুষ কিছুটা স্বস্তি পাবে। বাজারেও এর প্রভাব পড়বে। সিন্ডিকেট বেকায়দায় পড়বে। যতদিন সিন্ডিকেট ভাঙতে পারব না, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে আমাদের।’

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com