রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির জনগণের কথা শীর্ষক মতবিনিময় সভা গতকাল সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বরের অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এ কে এম হেদায়েতুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদ আল হাসান। জেলা তথ্য কর্মকর্তা ইসতিয়াক আহমেদ আবির, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ্, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুজন মিয়া, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমানসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় ইউনিয়নের নানান সমস্যার দিকগুলো তুলে ধরেন ভুক্তভোগীরা। এবং সে সব সমস্যা গুলো দ্রুত যাতে সমাধান হয়, সে বিষয়ে আশ্বাস দেয়া হয়।