সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মিলনায়তনে চারদিনব্যাপী ভ্রাম্যমান বইমেলার শুরু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার সুকান্ত কুণ্ডু।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, গাইবান্ধা আসাদুজ্জামান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান, সংগঠক মোঃ আবু নাইম, বিক্রয় কর্মকর্তা হানিফ হোসাইন প্রমূখ।