সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের পুরাতন ও নতুন বাজারে কাচা মরিচ প্রতি কেজি ৩৬০-৩৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে গাইবান্ধায় কেজিতে কাঁচামরিচের দাম বেড়েছে ১৭০-১৮০ টাকা। ফলে ক্রেতাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীরা জানান, অতিবৃষ্টিতে মরিচের ব্যাপক ক্ষতি হওয়ায় দাম বেড়ে গেছে।
গতকাল গাইবান্ধা শহরের পুরাতন বাজারে গিয়ে জানা যায়, প্রতিদিন এ বাজারে ৭-৮ টন কাঁচা মরিচ বিক্রির জন্য আসতো। এবার মরিচ উৎপাদন কমে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে। প্রতিদিন মরিচ পাওয়া যাচ্ছে মাত্র এক থেকে দেড় টন।
বাজারে গত সপ্তাহে প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ১৪০ টাকায়। সপ্তাহের ব্যবধানে আজ সে দর দাঁড়িয়েছে ৩৬০-৩৮০ টাকায় ।