সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিচার বহির্ভূত হত্যা বন্ধ, হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ, জুলাই-আগষ্ট অভ্যুত্থানে হত্যাকান্ডের বিচার, ঋণ খেলাপি-টাকা পাচারকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুসহ সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
গতকাল শহরের ১নং রেলগেইট থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, ছাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান, জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।