সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
ময়নুল ইসলাম : গতকাল রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষায় গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৭৩ জন পরীক্ষার্থী। এতে কোনো পরীক্ষার্থী বহিস্কার হয়নি। জেলা প্রশাসকের কার্যালয় সাধারণ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকাল এইচএসসি মোট ৩০ কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ৫,৮০৯ জন এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫,৬৩৮ জন। এখানে অনুপস্থিত ছিলেন ১৭১জন, বহিষ্কার নেই।
এদিকে, এইচএসসি ( বিএম/বিএমটি), ডিপ্লোমা ইন কমার্সে ১৭ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩০০২ জন । আর উপস্থিত ছিলেন ২৯৩০ জন পরীক্ষার্থী। এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৭২ জন। এখানেও কেউ বহিষ্কার হননি।
এদিকে আলিমের ৬টি কেন্দ্রে ১৩২৬ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১২৯৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩০ জন। এই পরীক্ষায় কোনো বহিষ্কার হয়নি।
অথ্যাৎ,গতকালের সর্বমোট ৫৩ কেন্দ্রে ১০,১৩৭ জন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯,৮৬৪ জন। এতে মোট অনুপস্থিত ছিলেন ২৭৩ জন। এতে কোনো পরীক্ষার্থী বহিষ্কার হননি।
উল্লেখ্য, এবার গাইবান্ধা জেলায় মোট ৫৩টি কেন্দ্র থেকে ২২ হাজার ২শ ৩জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।